শনিবার, ১৪ Jun ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন
পাকিস্তান সফরে বাংলাদেশ শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলে দেশে ফিরবে। কিন্তু কোনভাবেই দুই ম্যাচের টেস্ট সিরিজ সেখানে খেলবেনা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট সিরিজটি আয়োজনের দাবি জানিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এটা পুরনো খবর। এরই মধ্যে খবর এসেছে, পাকিস্তানে গিয়ে টেস্ট খেলতে শর্ত সাপেক্ষে রাজি আছে বাংলাদেশ।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে পিসিবির একজন কর্তা জানিয়েছেন, বাংলাদেশ একটি টেস্ট পাকিস্তানে এবং দ্বিতীয়টি ঢাকায় খেলতে চায়। নাম প্রকাশে অনিচ্ছুক সেই পিসিবি কর্তা আরো বলেন,‘গোপনে বিসিবি আমাদের প্রস্তাব দিয়েছে। তারা একটি টেস্ট ঢাকায় ও অপরটি পাকিস্তানে খেলতে চায়। বিসিবির অদ্ভুত প্রস্তাবটি আমরা ফিরিয়ে দিয়েছি।’
পাকিস্তান সফরে বাংলাদেশ দলের তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলার কথা রয়েছে।