শনিবার, ১৪ Jun ২০২৫, ১১:০০ অপরাহ্ন
জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের দেহরক্ষী হারুন অর রশিদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দেহরক্ষীর মৃত্যুতে শোক প্রকাশ করে শাকিব খান বলেছেন, হারুন ছিল নিবেদিত প্রাণ। সে সবসময় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতো। সে পরিবারের একজনের মতোই ছিল। তার এত দ্রুত চলে যাওয়া আমার জন্য ভীষণ কষ্টের।
মেকআপ আর্টিস্ট সবুজ গণমাধ্যমকে জানান, ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন হারুন। চিকিৎসা চলছিল। এর পাশাপাশি তার শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে হারুন মারা যান।
হারুনের গ্রামের বাড়ি কুমিল্লাতে। সেখানেই পারিবারিক গোরস্তানে তার দাফন সম্পন্ন হবে।