রবিবার, ১৫ Jun ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে রবিবার (৫ জানুয়ারি) রাতে ধর্ষণের ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। রাতেই দোষীদের শাস্তির দাবিতে সরব ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মধ্যরাতেই করেছেন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। ধর্ষণের ঘটনায় বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানান কর্মসূচির ঘোষণা দিয়েছে। ধর্ষকদের বিচারের দাবিতে সোমবার (৬ জানুয়ারি) সকালে একাই অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের এক শিক্ষার্থী। অনশনে বসা ওই শিক্ষার্থীর নাম সিফাতুল ইসলাম। তিনি দর্শন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পরে তার সাথে যোগ দেয় বিশ্ব বিদ্যালয়ের আরো শিক্ষার্থী
সারেজমিনে দেখা গেছে, সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে একটি ব্যানার নিয়ে অনশন শুরু করেন সিফাত। পাশে হাতে লেখা একটা ব্যানারে লেখা রয়েছে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে অনশন।’ তার সাথে যোগ দিয়েছেন আরও বেশ কয়েকজন নারী শিক্ষার্থীরা।
সিফাতুল ইসলাম বলেন, ‘আমাদের বোন ধর্ষণের শিকার হয়েছে তার প্রতিবাদে আমরা অনশন পালন করছি। এরকম ধর্ষণের ঘটনা দেশে প্রতিনিয়তই ঘটে। কিছুদিন পার হলে আবার তা ধামাচাপা পড়ে যায় এবং ধর্ষকরা জামিনে বেরিয়ে আসে। আমি চাই এ ঘটনায় ধর্ষকদের এমন শাস্তি প্রদান করা হোক যা পরবর্তীতে দৃষ্টান্ত হয়ে থাকবে।