রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৫ পূর্বাহ্ন
অতঃপর লিঙ্গ পরিবর্তনের সিদ্ধান্ত নেন এই নারী। হতে চেয়েছিলেন এক যুবক। আর তাই অস্ত্রোপচারও করান। তারপরই ঘটে যত বিপত্তি। আজ এই সমস্যা তো কাল সেই সমস্যা। বিভিন্ন শারীরিক জটিলতায় হতাশাগ্রস্ত হয়ে অবশেষে আত্মহত্যা করলেন ২৬ বছরের পলক তিওয়ারি। ভারতের ইনদোরের ঘটনা এটি।
শনিবার রাতে চন্দন নগর এলাকায় নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েন ২৬ বছরের পলক তিওয়ারি। পুলিশ সূত্রে জানা যায়, গত আট বছর ধরে এক পুরুষের সঙ্গে থাকতেন পলক। যৌনতৃপ্তি চেয়ে তিনি অস্ত্রোপচারের মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করেন।
প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, অস্ত্রোপচারের পর নানা শারীরিক সমস্যা দেখা দেয় পলকের। তার মূত্রথলিতে সমস্যা দেখা দিয়েছিল। সেই কারণেই তিনি হতাশায় ভুগছিলেন। তার অস্ত্রোপচার ব্যর্থ হয়। এই ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। চার মাস আগে একটি মন্দিরে গিয়ে রোহিত নামক তার প্রেমিকের সঙ্গে বিয়ে করেন পলক। জানা যায়, বিয়ের জন্যই না-কি তিনি লিঙ্গ পরিবর্তন করেছিলেন। তার পূর্বের নাম ছিল হারিশ তিওয়ারি
সূত্র: ফ্রিপ্রেসজার্নাল