রবিবার, ১৪ অগাস্ট ২০২২, ০৩:৩২ অপরাহ্ন
বাইক,অটোভ্যান,রিক্সা,ভ্যানে বসে কোথাও যাবার সময় সাবধানে দেখে শুনে বসবেন।গলার ওড়না,কাপড়/শাড়ীর আচল সাবধান রেখে যাতায়াত করবেন।একটু অসাবধানকতায় ঘটতে পারে অনেক বড় দূর্ঘটনা।পরিনামে মৃত্যু পর্যন্ত হতে পারে।মাঝে মাঝেই আমরা সংবাদ,পত্রিকাতে এমন দূর্ঘটনার খবর দেখে ও শুনে থাকি। আশা করি সকলে সতর্কতার সাথে যাতায়াত করবেন এবং আপনার আশেপাশের সকলকে এ বিষয়ে পরামর্শ দিয়ে সাবধান করবেন।
মম টেলিকম ফেইচবুক আইডি থেকে নেয়া।