সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৬ পূর্বাহ্ন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী স্বতঃস্ফুর্তভাবে উদযাপনের লক্ষে পিরোজপুরে শুক্রবার বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলী নিবেদন, বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শনের উপর মুক্ত আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকালে বঙ্গবন্ধু চত্বরে অতিরিক্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার এবং সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মজিবুর রহমান খালেক। বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী প্রমুখ। আলোচনা সভায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক, শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এর আগে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসনের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা জানানো হয়। বিকেলে সেখানে ক্ষণগণনা যন্ত্রের উদ্বোধন ও সন্ধ্যায় বঙ্গবন্ধুর জীবনালেখ্যর উপর ভিডিও চিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।