রবিবার, ১৪ অগাস্ট ২০২২, ০৩:৩৬ অপরাহ্ন
সারা দেশের সাথে একযোগে ভান্ডারিয়াতে আজ অনুষ্ঠিত হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। আজ শনিবার সকাল ৮ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে শিশুদের টিকা খাইয়ে এই কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ এইচ.এম জহিরুল ইসলাম। এবছর ভান্ডারিয়াতে মোট ১৬ হাজার ৭৫৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হচ্ছে। বিকাল ৪টা পর্যন্ত বিরামহীনভাবে এই কর্মসূচীর চলবে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। অভিভাবকদের তাদের সন্তানদের যথা সময়ে টিকা খাওয়ানোর অনুরোধ জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা এইচ.এম জহিরুল ইসলাম।