সোমবার, ২৭ Jun ২০২২, ১২:০৭ পূর্বাহ্ন
চট্টগ্রাম-৮ আসনে উপ-নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার তত্ত্বাবধানে মহাভোট ডাকাতির উদ্যোগ লক্ষ্য করা গেছে বলে অভিযোগ করেছে বিএনপি। সোমবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রুহুল কবির রিজভী বলেন, আজও চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে ভোট-লুটের রমরমা আয়োজন সম্পন্ন করেছেন কে এম নুরুল হুদা। হুদা কমিশন ভোট ডাকাতির বৈধতা দানের সিলমোহরে পরিণত হয়েছে। তিনি সুষ্ঠু নির্বাচনের শত্রু পক্ষ। তিনি গণতন্ত্রের শত্রু। তিনি বিএনপিসহ বিরোধী দল ও মতের সাথে শত্রুতামূলক আচরণ করেন। বিষাক্ত সাপকেও বিশ্বাস করা যায়, কিন্তু তার অধীনে সুষ্ঠু নির্বাচন বিশ্বাস করা যায় না। তিনি একদলীয় রাজনীতির মূঢ় বিশ্বাসের দ্বারা অনুপ্রাণিত।
তিনি বলেন, আজ চট্টগ্রাম-৮ আসনে উপ-নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সাহেব নিজের কেরামতি অক্ষুণ্ণ রাখতে পেরেছেন। আজও সিইসি কে এম নুরুল হুদার তত্ত্বাবধানে চট্টগ্রাম উপ-নির্বাচনে মহাভোট ডাকাতির ঐকান্তিক উদ্যোগ লক্ষ্য করা গেছে। ভোট-সন্ত্রাসকে জাতীয় জীবনে অত্যন্ত নিষ্ঠার সাথে প্রতিষ্ঠিত করেছেন এই সেই কে এম নুরুল হুদা।
রিজভী বলেন, চট্টগ্রাম-৮ আসনে উপ-নির্বাচনকে কেন্দ্র করে ভোটের আগের দিন বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি-ধামকি, হামলা আর ভোটের দিন ভোটকেন্দ্রে আসতে বাধা প্রদান করা হয়েছে। ধানের শীষের প্রার্থীর সমর্থক ও ভোটারদের প্রতিনিয়ত নিগৃহীত করা হয়েছে। প্রতিমূহুর্তে ধানের শীষের সমর্থক ও ভোটাররা হিংসার সম্মুখীন হয়েছেন। সারা আসন জুড়ে সর্বত্রই অত্যাচারের চিত্র ছিল একই রকম।
তিনি বলেন, ১৭০টি কেন্দ্রের মধ্যে সকালবেলায় ১২০টি ভোটকেন্দ্র থেকে এবং পরে সকাল ১১টার মধ্যে সবকটি কেন্দ্র দখল করে বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। বহিরাগতদের ভোটকেন্দ্রে এসে ভোটের লাইন দেখানো হলেও ঐ এলাকার কোন ভোটারই ভোট দিতে পারেনি।
বিএনপির এই মুখপাত্র বলেন, শেষ বিচারে সবচেয়ে যা বিবেচ্য তা হলো-শেখ হাসিনা ও কে এম নুরুল হুদা সমমনোভাবাপন্ন। সুতরাং তাদের নেতৃত্বে ভোটের প্রসাধনী ছাড়া সুষ্ঠু ভোট কখনোই হবে না। সিইসি হিসেবে কে এম নুরুল হুদাকে বাছাই করা হয়েছে কেবলমাত্র সুষ্ঠু নির্বাচনকে গোরস্থানের স্থায়ী বাসিন্দা বানাতে। ক্ষমতার প্রতি প্রধানমন্ত্রীর নিবিড়-নিবিষ্ট ধ্যানকে আরো বেশী মগ্ন করে তুলেছেন সিইসি কে এম নুরুল হুদা। শেখ হাসিনার উচ্চাভিলাষের কাছে নিজেকে সঁপে দিয়েছেন নুরুল হুদা।
ভোট সুষ্ঠু হয়েছে-সিইসি’র এই বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, সত্য ঘটনাকে মিথ্যা বলা আওয়ামী লীগের এই আদর্শিক ইশতেহার আত্মস্থ করেছেন সিইসি। কে এম নুরুল হুদার জন্যই আওয়ামী লীগ মিথ্যারাজ দীর্ঘায়িত করতে পারছে।
রিজভী বলেন, আজ চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনের মাধ্যমে আগামী ৩০ জানুয়ারি ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের আগাম বার্তা দেয়া হলো কি না সেটি জনগণ সেটি জানতে চায়। চট্টগ্রাম-৮ আসনে নির্বাচন কমিশন এবং সরকারদলীয় সন্ত্রাসীরা আবারো ভোট ডাকাতির যে ঘৃণ্য নজীর স্থাপন করলো আমি সেটির তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি।
সুত্র .বাংলাদেশ জার্নাল