সোমবার, ২৭ Jun ২০২২, ১১:১৪ পূর্বাহ্ন
যশোরের অভয়নগরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
অভয়নগর উপজেলার প্রেমবাগ এলাকায় সোমবার ভোর সাড়ে ৪টার দিকে এ গণপিটুনির ঘটনা ঘটে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, ভোরে একদল সংঘবদ্ধ চোর গরু চুরি করতে গেলে এলাকাবাসী টের পেয়ে মসজিদে মাইকিং করেন। এ সময় সবাই মিলে তাদের ধাওয়া করে তিনজনকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে দু’জন এবং আহতাবস্থায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরেকজনের মৃত্যু হয়।