শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া মিরুখালী বাজার সংলগ্ন (চালিতাবুনিয়া) সুইচগেট খালের দুই পাড় ভাঙ্গন রোধে পাইলিংয়ের দাবীতে সোমবার সকালে মানববন্ধন করেছে গ্রামবাসি। চালিতাবুনিয়া স্লুইচগেট খালের বেড়িবাধের ওপর ঘন্টাব্যাপী এ মানববন্ধনে ক্ষতিগ্রস্থ শতাধিক গ্রামবাসি অংশগ্রহণ করেন।
চালিতাবুনিয়া ওয়ার্ড আ‘লীগ সভাপতি মো. জাকির হোসেনের (৪৫) নেতৃত্বে মানবন্ধনে অংশ গ্রহণকারীরা খালের ভাঙ্গনে তাদের জমিজমা হাড়াবার করুন কাহিনী বর্ণনা দেন। বৃদ্ধা জমিলা খাতুন (৬৫) জানান, তার বসত বাড়িসহ প্রায় ১০ শতাংশ জমি হাড়িয়ে এখন অন্যের জমিতে ছাপড়া দিয়ে মানবেতর জীবন-যাপন করছে। আবুল হোসেন খাঁ (৪৫) জানান, তার বসত ঘরসহ প্রায় ৫০ শতাংশ জমি খালে বিলিন হয়ে গেছে। আ. রব মৃধা (৭২) জানান, তার গোয়াল ঘরসহ প্রায় ১০ শতক জমি খালে গ্রাস করেছে।
ক্ষতিগ্রস্থরা ভাঙ্গন রোধে খালের দুই পাড়ে পাইলিংয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানান। দ্রæত পাইলিং দেয়া না হলে তাদের পরিবার পরিজনসহ পথে বসতে হবে বলে ক্ষতিগ্রস্থরা জানান।