শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধিঃ জেলার ভাণ্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের মরহুম খবির উদ্দিনবাজার সংলগ্ন জুনিয়া কমপ্লেক্স মাঠে মিরাজুল ইসলাম প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে সকালে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত করণ ও আলোচনা সভা, মিলাদ মাহফিল দোয়া মোনাজাত এবং পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ। স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও তেলিখালী ইউপি চেয়ারম্যান মো. শামসুউদ্দিন হাওলাদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্কুলের ম্যানেজিং কািমটির সভাপতি মো. শহিদুল ইসলাম লাভলু, প্রধান শিক্ষক মুহাম্মদ নান্নু হাওলাদার, ইউপি সদস্য মো. বাহাউদ্দিন বাদল তালুকদার, মো. শাহজাহান তালুকদার প্রমূখ। এসময় শিক্ষক,অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অনুষ্ঠান উপভোগ করেন।