রবিবার, ২৬ Jun ২০২২, ১১:০৭ অপরাহ্ন
মোঃ দেলোয়ার হোসেন নাজিরপুর প্রতিনিধি:
ভুমি অফিসের হয়রানী থেকে রেহাই পেতে পিরোজপুর জেলার নাজিরপুরে নেয়া হয়েছে ব্যাতীক্রম ধর্মী ভিটি লীজ নবায়ন মেলা। আর এ মেলার ফলে স্থানীয়রা ভুমি অফিসের কর্মচারীদের হয়রানী থেকে রেহাই পেলেন। মঙ্গলবার (১৪ জানুয়ারী) দিনব্যাপী উপজেলার শ্রীরামকাঠী বন্দরে অনুষ্ঠিত ওই মেলায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় উপ-ভুমি সংস্কার কমিশনার তরফদার মো. আকতার জামিল । ওই দিন সকাল ১০টায় শুরু হওয়া দিনব্যাপী অনুষ্ঠিত মেলায় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝুমুর বালা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফাহমি মো. শায়েফ, জেলা রেভিনিউ ডেপুটি কালেক্টর (আর,ডি,সি) ফারহানুর রহমান, শ্রীরামাকাঠী ইউপি চেয়ারম্যান উত্তম মৈত্র প্রমুখ। এমন মেলার ফলে ওই বন্দরের শত শত ভিটি মালিক ভুমি অফিসের আর্থিক হওয়রানীর হাত থেকে রেহাই পাবেন বলে স্থানীয় ব্যবসায়ীরা জানান।
ওই মেলায় জমির লীজ নিতে যাওয়া বন্দরের ভিটি মালিক মো. হান্নান হাওলাদার জানান, ইতিপূর্বে ভুমি অফিসে কোন জমির লীজ নিতে গেলে ভুমি অফিস কর্তৃক হয়রানীর শিকার হতে হতো। কিন্তু এমন ব্যাতীক্রমধর্মী মেলার কারনে বিনা হয়রানীতে জমির লীজের টাকা পরিশোধ করতে পারছি।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফাহমি মো. শায়েফ জানান, এর আগে উপজেলার গাওখালী ও সদর বাজারে একই ভাবে মেলার মাধ্যমে চান্দিনা ভিটির নবায়ন অনুষ্ঠিত হয়েছে। এতে স্বত:স্ফুর্তভাবে স্থানীয় শতাধীক লীজ নবায়ন করেছেন।