শনিবার, ১৪ Jun ২০২৫, ১১:২১ অপরাহ্ন
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ দক্ষতা হয়ে বিদেশে গেলে অর্থ সম্মান দুই- ই-মেলে এই শ্লোগানকে সামনে রখে ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় দক্ষতা ও সচেতনতা প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মৃধা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার জোমাদ্দার ও পিরোজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক মোঃ কবির আলম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ জহিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম সহ এতে উপজেলার সরকারি বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও শিক্ষকবৃন্দ অংশ নেয়।