- প্রকাশিতঃ
বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০
-
৬৩২
জন নিউজটি পড়েছেন
সুবীর সিকদার
কে তুমি আমারে ডাকো?
আড়ালে লুকিয়ে থাকো।
পিছু ফিরে চাই-
দেখিতে না পাই,
মনে ভাবি হায়-
কি করি উপায়।
দাড়িয়ে আছি তাই-
যদি দেখা পাই।
মনে ভাবি কে সে?
ডাকিল আড়ালে এসে।
নাকি নহে কোন জন-
ভুল বুঝিল কি মন?
চকিত চোখে চাহি,
কোথাও কিছু নাহি।
পাখির কুজন শুনি,
বসে খনকাল গুনি।
নিরব প্রকৃতি মাঝ,
হেরিনু অপরূপ সাজ।
হারিয়ে গিয়েছি তায়,
সবুজ বনানী ছায়।
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
© All rights reserved © 2019 pirojpursomoy.com
error: Content is protected !!