রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন
পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ রাকিব আকন (২০) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার মঠবাড়িয়া-গুলিশাখালী সড়কের পূর্ব শেনের টিকিকাটা খলিফা বাড়ির সামনে থেকে রাকিবকে ১০ পিস ইয়াবাসহ আটক করে। আটককৃত মাদক ব্যাবসায়ী রাকিব পার্শবর্তী ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার তারাবুনিয়া গ্রামের বাশার আকনের ছেলে।
মঠবাড়িয়া থানার এস আই মানিক জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মঠবাড়িয়া-গুলিশাখালী সড়কের পূর্ব শেনের টিকিকাটা খলিফা বাড়ির সামনে অভিযান চালালে মাদক ব্যাবসায়ী রাকিবসহ কয়েকজন মাদক ক্রেতা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে দাওয়া করে মাদক ব্যাবসায়ী রাকিবকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার ওসি মো. মাসুদুজ্জামান জানান, মাদক ব্যবসায়ী রাকিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে বুধবার সকালে আদালতে সোপর্দ করা হবে।