রবিবার, ১৫ Jun ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন
সুমন খান নিজস্ব প্রতিনিধ
পিরোজপুরের নেছারাবাদ স্বরূপকাঠিতে,
ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিঃ এর স্বরূপকাঠির ( পশ্চিম পাড়) এম আর কুষ্টিয়ার মোঃ আব্দুল্লাহ গত ৩১ ডিসেম্বর ২০১৯ ইং তাং সন্ধ্যা ৬টা হইতে নিখোঁজ ,এই সংবাদ প্রথম প্রকাশিত হয় স্বরূপকাঠি উপজেলা নির্বাহী কর্মকর্তার ফেইজবুক আইডি থেকে। পরবর্তীতে তার পরিবার সূত্রে ঘটনাটি নিশ্চিত করা হয়। তার পরিবার বলেন সে নিখোঁজ হওয়ার পর গত ০১-০১-২০২০ইং তারিখ নেছারাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। থানায় যোগাযোগ করলে ডায়েরির সত্যতা পাওয়া যায় ডায়েরি নং। গত ৫-০১-২০২০ইং তারিখ আব্দুল্লার স্ত্রীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন তাদের নিকট কেহ মুক্তিপণ দাবি করে ফোন করেনি, সেখানে উপস্থিত আব্দুল্লাহর বোন বলেন এই এলাকায় তার ভাই দেইনা আছে যার কারনেও তিনি এলাকা থেকে চলে যেতে পারে বলে তিনি জানান। তার স্ত্রী সাবিনা আরো বলেন সে স্থানীয় এক ব্যবসায়ীর নিকট নগদ ১৫ পনের লক্ষ টাকা গ্রহন করে এবং তার সাথে ঔষধ ব্যবসা সাথে জড়িত থাকেন না,তাঁদের একটি ব্যবসায়ীক চুক্তিনামায় আমার স্বাক্ষর রয়েছে বলে জানান। পরবর্তীতে জানা যায় আব্দুল্লাহ অতি সুকৌশলে ইন্দেরহাট বন্দরের অনেক ব্যবসায়ীদের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপনে চলে যায়। বলেন এলাকার লোকজন আব্দুল্লাহর কোম্পানির এরিয়া ম্যানেজার বলেন সে ২০০৮ সালে এই ধরনের ঘটনা আরেকবার ঘটিয়ে ছিল এবংইবনে সিনা কোম্পানির অফিসে যোগাযোগ করলে তারা বলেন আমাদের কাছেও তার কাছে টাকা পাওনা আছে, কয়েকদিন পর ফিরে এসে কোম্পানি ও এলাকার টাকা পরিশোধ করেন।
এলাকার সাধারণ মানুষের সাথে যোগাযোগ করলে তাঁরা বলেন এই ঘটনাটি একটি সাজানো নাটক। আব্দুল্লাহ কোথায় আছে তা তার স্ত্রী জানেন।