রবিবার, ১৪ অগাস্ট ২০২২, ০৩:১২ অপরাহ্ন
নাটোরে তৃতীয় শ্রেণির এক মাদরাসাছাত্রীকে অস্ত্রের মুখে ধর্ষণের চেষ্টা করায় এক ব্যক্তিকে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গত মঙ্গলবার এ ঘটনা ঘটলেও বৃহস্পতিবার রাতে মাসুদকে ধরে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
নাটোর শহরতলীর বনবেলঘড়িয়া আদর্শগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে শিশুটি বাড়ির পাশে খেলছিল। ওই সময় বাড়ির পাশের একটি পুকুরের পাহারাদার মাসুদ শিশুকে মাছ দেয়ার কথা বলে ডেকে নেয়। শিশুটি পুকুরপাড়ে গেলে মাসুদ তার গলায় ছুরি ধরে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে মাসুদ পালিয়ে যায়।
পরে পুলিশ মাসুদের ছুরি উদ্ধার করে। বৃহস্পতিবার রাতেই শিশুর বাবা অভিযুক্ত মাসুদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা করেছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে মাসুদ এলাকায় ফিরলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।