শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৫ পূর্বাহ্ন
মোঃ দেলোয়ার হোসেন নাজিরপুর প্রতিনিধি:
পিরোজপুরের নাজিরপুরে সাংবাদিকদের সাথে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ও পিরোজপুর-১ আসনের এমপি শ.ম রেজাউল করিম এর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় মন্ত্রীর উপজেলার নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় মন্ত্রী উপজেলায় কর্তব্যরত সাংবাদিকদের খোঁজ-খবর নেন। স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে এ সময় মন্ত্রী বলেন, একজন সাংবাদিক তার বস্তু নিষ্ঠ লেখার মাধ্যমে দেশ ও জাতির বড় ধরনের উপকারে আসতে পারেন। আমি আশা করবো নাজিরপুরের সাংবাদিকরা তাদের লেখার মাধ্যমে এলাকার উন্নয়ন ও সরকারের সহযোগীতা করবেন। এ সময় মন্ত্রী বলেন, দেশের স্বাধীনতার সময় এদেশের বহু সাংবাদিকরা পাকিস্তান বাহিনীর হাতে প্রান দেয়া সহ নির্যাতিত হয়েছেন।
ওই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন , উপজেলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি এইচ এম লাহেল মাহমুদ, সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি ফিরোজ মাহামুদ তালুকদার, সিনিয়র সাংবাদিক সঞ্জিব কুমার রায়, সহ সভাপতি আকরাম আলী ডাকুয়া, সাবেক সভাপতি ও দৈনিক জনগণ সম্পাদক কেএম সাঈদ খান, সাবেক সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান লাভলু, সহসাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, মানবজমিন প্রতিনিধি হাসনাত ডালিম, ইনকিলাব প্রতিনিধি উৎথান মন্ডল, সাংবাদিক আল আমিন হাজরা, কালের কণ্ঠ প্রতিনিধি মো. আল-আমিন খান।