শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন
ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার বিকেলে ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন ফাযিল মাদরাসা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার মো. নজরুল ইসলাম। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ টিচার্স কাউন্সিলের পিরোজপুর জেলা শাখার আহবায়ক মো. বারেক শেখ, প্রভাষক মো. বশীর উদ্দীন সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন টিচার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ জুলফিকার আলী। মো. বশীর উদ্দীন কে সভাপতি, মো. আনছারুজ্জামান কে সাধারণ সম্পাদক এবং মো. রিয়াজ মাহমুদ মিঠুকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। বক্তারা ৩১ জানুয়ারি পিরোজপুর জেলা সম্মেলন সফল করতে সকল শিক্ষকদের প্রতি আহবান জানান।