সোমবার, ২৭ Jun ২০২২, ১২:১২ পূর্বাহ্ন
লক্ষ্মীপুরের সাংবাদিক দম্পত্তির ওপর ক্লিনিক মালিকপক্ষের হামলার ঘটনায় হামলাকারীদের দ্রূত গ্রেফতারের দাবি করেছে বিএমএসএফ। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এ দাবি তোলেন। শুক্রবার বিএমএসএফ ‘র পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও সুষ্ঠু তদন্তের দাবি করা হয়েছে। বৃহস্পতিবার লক্ষ্মীপুরের একটি ক্লিনিকে সাংবাদিক দম্পত্তি ডাক্তার দেখাতে গেলে এ জটিলতার সৃস্টি হয়। স্থানীয় বিএমএসএফ’র নেতৃবৃন্দ জানিয়েছেন টিকেট নিয়ে সকাল থেকে ওই সাংবাদিক দম্পত্তি ডাক্তার দেখানোর জন্য অপেক্ষা করছিল। বিকাল পর্যন্ত ক্লিনিক কর্তৃপক্ষ টাকার বিনিময়ে সিরিয়াল ভেঙ্গে অন্য রোগি দেখালে উপস্থিত অধিকাংশ রোগিদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় সাংবাদিক দম্পত্তি এর প্রতিবাদ জানালে তাদের ওপর ক্ষিপ্ত হয়ে মারধর ও লাঞ্ছিত করে। এঘটনায় স্থানীয় প্রেসক্লাব নেতৃবৃন্দ জরুরী বৈঠক করে আসামিদের গ্রেফতারে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম লক্ষ্মীপুরের সাংবাদিকদের সাথে একাত্মতা পোষন করে দ্রূত আসামি গ্রেফতারের দাবি জানান।