সুমন খান নিজস্ব প্রতিনিধি
“পিরোজপুরের নেছারাবাদ স্বরূপকাঠি তে সাত পেরিয়ে আটে পদার্পন-সবার সাথে এশিয়ান টেলিভিশন” এ শ্লোগান নিয়ে নেছারাবাদ স্বরূপকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে এশিয়ান টিভির ৭তম বর্ষপূর্তি উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) সকাল দশটায় টায় ,উপজেলা মুক্তিযোদ্ধা হল রুমে আলোচনা সভা, র্যালী ও কেক কেটে বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করা হয়।
সভাপতিত্ব করেন মহিদুল ইসলাম মহিদ, উপস্থিত ছিলেন,
উপজেলা নির্বাহী অফিসার সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ, সম্পাদক এসএম ফুয়াদ, মো. ওসি মো. কামরুজ্জামান তালুকদার,।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রেস ক্লাবের সভাপতি দৈনিক যায়যায়দিন প্রতিনিধি :শিশির কর্মকার , এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার :গোলাম মোস্তফা, চ্যালেঞ্জ এস স্বরূপকাঠী প্রতিনিধি :তরিকুল ইসলাম, জয়যাত্রা টেলিভিশন প্রতিনিধি: বদরুল জামান সুজন, এস টিভি বাংলা প্রতিনিধি :সুমন খান, এশিয়ান টিভি জেলা প্রতিনিধি: মইদুল ইসলাম মহিদ,আনন্দ টিভি প্রতিনিধি:এস এম সায়েম, বাংলা টিভি 71 এসএম জাহিদ, উপজেলা প্রতিনিধি: বাংলা টিভি 71 তুহিন আহ্মেদ, দৈনিক কীর্তনখোলা প্রতিনিধি: নুরুল ইসলাম শাহিন, দৈনিক শাহনামা প্রতিনিধি :শরিফুল ইসলাম, দৈনিক প্রভাতী খবর প্রতিনিধি :আহসান কবির, দৈনিক সময়ের বার্তা প্রতিনিধি : একেএ আউয়াল, দৈনিক সুন্দরবন প্রতিনিধি: মো নুরুল ইসলাম, দৈনিক আজকের বার্তা প্রতিনিধি :মনির হোসেন, জেলা প্রতিনিধি :বাংলা টিভি 71 নিপা, দৈনিক আমাদের বরিশাল প্রতিনিধি .:জাফর, প্রমূখ।