রবিবার, ২৬ Jun ২০২২, ১১:২৪ অপরাহ্ন
উপজেলা ছাত্রদলের কমিটি নেই গত ১৬ বছর ধরে। এ কারণে নেতাকর্মীরা আন্দোলন সংগ্রামে জিমিয়ে পড়ে। কিন্তু শনিবার সকালে পিরোজপুরের ভান্ডারিয়ায় ছাত্রদলের কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার পরে নেতাকর্মীরা উজ্জীবিত হয়ছে। উপজেলা দলীয় কার্যালয়ে মতবিনিময়ে জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি মো: জাকিরুল ইসলাম জাকির।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ন সাধারণ সম্পাদক মো: শ্যামল মালুমসহ সাধারণ সম্পাদক ইশা মমতাজ ইজাজ, সহ সাংগঠনিক সম্পাদক মাহফুজুল রহমান মিঠু।
উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান দিলু আকন, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান শেখ রুবেল, সিনিয়র সহ-সভাপতি তানজিদ হাচান শাওন, যুগ্ন সম্পাদক তানজির রশিদ বাপ্পী, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার, ভান্ডারিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন মিঠু, যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব ও সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মিরাজুল ইসলাম প্রমূখ।
মতবিনিময় সভা সফল করতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা উপস্থিত হয়। উপজেলা ছাত্রদলের একাধীক কর্মীরা জানান, পূর্বের কমিটি বিলুপ্তি না হলেও প্রায় ১৬ বছর ধরে কোন কমিটি নেই। এ কারনে নেতা নির্বাচনেও অনেক সমস্যায় পরেছিলাম আমরা। এখন নতুন কমিটি হবে তাই আমরা সবাই উজ্জীবিত হয়েছি।
অনুষ্ঠিতব্য ছাত্রদলের মতবিনিময় সভা সম্পর্কে মুঠোফোনে ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহম্মেদ সুমন মঞ্জু বলেন, দেশনেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেজা জিয়ার মুক্তির আন্দোলন ও ছাত্রদলকে আরো শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এ উপজেলা ছাত্রদলের দ্রুত কমিটি করা হবে।
সুত্র রুপালী বার্তা