শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন
জুলফিকার আমীন সোহেল
পিরোজপুরের মঠবাড়িয়ায় আজিজাবাদ দরবার শরীফে আগামী ২৭ জানুয়ারী ইসলামী ঐক্যের মহা সম্মেলন সফল করতে সংবাদ সম্মেলন করা হয়েছে। বাংলাদেশ জমিয়াতে মুহসিনীন‘র আমীর আলহাজ¦ হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ কামাল উদ্দিন শুক্রবার বিকেলে উপজেলার আজিজাবাদ দরবার শরীফে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, এক শ্রেণীর লোকেরা কলেমা বা তাওহীদের মূলধারা থেকে সরে গিয়ে রাজনীতিসহ ভিন্নপথ অবলম্বন করছে। যে কারনে সারা মুসলমানরা বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্থ হতে। তাই ব্যক্তিগত,দলগত ও ফেরকায়ী স্বর্থের উর্দ্ধে উঠে কলেমা বা তাওহীদের মূলধারা বজায় রাখতে ইসলামী ঐক্যের মহা সম্মেলন সফল করতে সকলের প্রতি আহŸবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, আজিজাবাদ মডেল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক কাউন্সিলর মো. হেমায়েত উদ্দিন, বাংলাদেশ জমিয়াতে মুহসিনীন‘র উপদেষ্টা মো. ইয়াছিন খান, নায়েবে আমীর হাফেজ মহিবুল্লাহ, সদস্য মো. মোতালেব খান, আঃ ওহাব মাতুব্বর, মোঃ আলী হোসেন, সিদ্দিকুর রহমান, বাংলাদেশ জমিয়াতে হেজবুল্লাহ মুহসিনীন‘র কেন্দ্রীয় সাধারণ সমম্পাদক মো. তরিকুল ইসলাম দরবারি।