রবিবার, ১৪ অগাস্ট ২০২২, ০৩:১১ অপরাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধিঃ সাবেক মন্ত্রী ও ১২৮, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু আজ ২০ হতে ২৪ জানুয়ারী, ২০২০ খ্রিঃ পর্যন্ত পিরোজপুর জেলাধীন ভান্ডারিয়া, কাউখালী ও ইন্দুরকানী উপজেলা সফর করবেন। ঢাকার ধানমন্ডিস্থ বাসভবন হতে আগামীকাল সকালে পিরোজপুর জেলাধীন ভান্ডারিয়া উপজেলার উদ্দেশ্যে রওয়ানা হয়ে সন্ধ্যায় ভান্ডারিয়াস্থ বাসভবনে উপস্থিতি হবেন। সফর কালিন সময় ভান্ডারিয়, কাউখালী এবং ইন্দুরকানী উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধনের কথা রয়েছে। ২১ জানুয়ারী বিকেলে কাউখালী শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম পরিদর্শন করবেন। এছাড়া ২২ জানুয়ারী ভান্ডারিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ কর্তৃক ‘ঘূর্ণিঝড় বুলবুল’ এ ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং ভান্ডারিয়া উপজেলা ‘স্কাউট সমাবেশ-২০২০’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহন করবে। ২৩ জানুয়ারী বিকালে ইন্দুরকানী উপজেলার ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়’র উর্ধ্বমূখী ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া-মোনাজাত এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করবেন। ২৪ জানুয়ারী ভান্ডারিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে যাবেন।