শনিবার, ১০ মে ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন
মিশাল কৃপালানি নামে এক যুবকের সঙ্গে সম্পর্কে রয়েছেন আমির খান কন্যা ইরা খান। এ খবরটা একপ্রকাশ ওপেন সিক্রেটই ছিল। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় মিশালের সঙ্গে ছবি পোস্ট করতেন আমির কন্যা ইরা। তবে এবার নিজের প্রেমের কথা প্রকাশ্যেই স্বীকার করেন নিলেন আমির কন্যা।
সম্প্রতি আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে ইরা খান জানান, ‘আম তো একথা সকলকে জানাতেই চাইছিলাম। আমি সোশ্যাল মিডিয়ায় সেটাই পোস্ট করি, যেটা আমি অনুভব করি। ঠিক আমি যেমন সেটাই যেন আমার সোশ্যাল মিডিয়ায় ধরা পড়ে, আমি সেটাই বরাবর চেয়েছি। আমি যেটা অনুভব করি, সেটাই পোস্ট করি।’
ইরা আরও বলেন, ‘তবে আসলে সবকিছু নির্ভর করে কে কেমন মানুষ, তার উপর। আমি কোনও কিছুতেই লুকোছাপা করতে পছন্দ করি না। আমার সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেলও আমি সেভাবেই তুলে ধরি।’
মাঝে মধ্যেই ইরাকে মিশাল কৃপালানির সঙ্গে ছবি ও ভিডিও শেয়ার করতে দেখা যায়। এমনকি মাঝে মধ্যেই দুজনে একসঙ্গে ছুটিও কাটাতে যান তারা। সম্প্রতি সম্পর্কের দু’বছর হওয়ার পর ইরা ও মিশাল তাদের সম্পর্ক সেলিব্রেটও করেছিলেন।
প্রসঙ্গত, এই মুহূর্তে আমির কন্যা নিউ ইয়র্কে পড়াশোনা করছেন। আর মিশাল হলেন একজন সঙ্গীত পরিচালক এবং সঙ্গীত শিল্পী। তবে মেয়ে ও তার প্রেমিকের বিষয়ে আমির অবশ্য মুখ খোলেননি।