রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২০ পূর্বাহ্ন
প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ক্লাবকে ২-০ গোলে হারিয়ে জয়রথ ধরে রেখেছে লিভারপুল। রবিবার অ্যানফিল্ডে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহর গোলে ম্যানইউকে হারিয়েছে লিভারপুল। এর ফলে ২২ ম্যাচে ২১ জয়ে ৬৪ পয়েন্ট নিয়ে তালিকায় সবার উপরে তারা।
খেলার ১৪ মিনিটের মাথায় ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের কর্নারে লাফিয়ে উঠে হেড করে প্রতিপক্ষের জালে বল জড়ান ফন ডাইক। প্রথমার্ধের আধাঘন্টা পরই গোলের ব্যবধান দ্বিগুণ করেছিলও ফিরমিনো। কিন্তু সেই গোলটি বাতিল করে লিভারপুলের আনন্দে পানি ঢেলে দেন ম্যাচ রেফারি। কর্নার কিকে বল নিয়ন্ত্রণে নিতে প্রতিপক্ষের গোলকিপারকে ফাউল করায় ভিএআরে বাতিল হয় গোলটি।
ম্যাচে দু’দলই সমান তালে সুযোগ মিস করতে থাকে। তবে খালি মাঠে বল পেয়ে ম্যানইউ গোলকিপারকে পরাস্ত করতে একটি সময় নেয়নি মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। এই গোলের পর জার্সি খুলে আনন্দ উৎযাপন করায় হলুদ কার্ড দেখতে হয়েছে সালাহকে। এ নিয়ে লিগের ২২ ম্যাচের সবগুলোতেই গোল পেলো লিভারপুল। ২০০১-০২ মৌসুমে আর্সেনাল এই রেকর্ডের মালিক হতে পেরেছিলও। লিগের ৩৮ ম্যাচের সবগুলোতেই গোলের দেখা পেয়েছিলও তারা। এই হারের ফলে পঞ্চম স্থানে নেমে গেলও ম্যানইউ। ২৩ ম্যাচে ৩৪ পয়েন্ট তাদের।