মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৫:১৯ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরে সি. এস. আর এর আওতায় কম্বল বিতরণ করেছে জেলা সোনালী ব্যাংক লিমিটেড আঞ্চলিক কার্যালয়। বুধবার বিকালে কার্যালয় মিলনায়তনে এ কম্বল বিতরণ করেন জেলা সোনালী ব্যাংক লিমিটেড আঞ্চলিক কার্যালয়ের এজিএম বিভাষ চন্দ্র হাওলাদার। এসময় সোনালী ব্যাংক পিরোজপুর শাখার ম্যানেজার মোঃ আব্দুল মান্নান, জেলা সোনালী ব্যাংক লিমিটেড আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার সামছুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম রায় চৌধুরী, পিরোজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সাবেক সভাপতি জহিরুল হক টিটুসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।