রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০১ পূর্বাহ্ন
মোঃনিজাম উদ্দীন (স্বাধীন) বরগুনা (বেতাগী ) প্রতিনিধি
বরগুনা জেলার বেতাগী উপজেলায় সিটিজেন প্রোগ্রাম ফর হিউম্যান ডেভেলপমেন্ট (সিপিএইচডি) এর আয়োজনে সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত কাল বুধবার বেলা ১১ টায় বেতাগী উপজেলার হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাশেম এর সভাপতিত্বে খোলা কাগজ এগারজনের বেতাগী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সিটিজেন প্রোগ্রাম ফর হিউম্যান ডেভেলপমেন্ট (সিপিএইচডি)’র বরগুনা জেলা শাখার পরিচারক সাংবাদিক মোঃনিজাম উদ্দীন স্বাধীন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব মোঃ নান্নু মিয়া। এতে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোঃ সারমিন আক্তার জুমুর। পড়ে ১৫ জন বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিজয়ী শিক্ষার্থীরা হলেন হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ফারিয়া আক্তার দোলা। এসএসসি পরিক্ষার্থী মোঃ রেজাউল হাসিব। দশম শ্রেণীর শিক্ষার্থী মোসাঃ শান্তা ইসলাম। নবম শ্রেণীর শিক্ষার্থী মোসাঃ মিম আক্তার আদুরি। দশম শ্রেণীর শিক্ষার্থী আয়সা আক্তার বৃষ্টি। এসএসসি পরিক্ষার্থী মোসাঃ জিমি আক্তার মীম। দশম শ্রেণীর শিক্ষার্থী রিয়ামনিসহ আরো অনেকে।