মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৫:১৯ পূর্বাহ্ন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভ্রমণ নিষেধাজ্ঞায় আরো দেশ যুক্ত হতে পারে। দুই বছর আগে প্রেসিডেন্ট ট্রাম্প একটি ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেন। এতে সাতটি দেশ অন্তর্ভুক্ত ছিল। এগুলো হচ্ছে-লিবিয়া, ইরান, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেন, উত্তর কোরিয়া এবং ভেনিজুয়েলা।
মার্কিন মিডিয়া সূত্রে জানা গেছে, ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার দেশ নতুন নিষেধাজ্ঞায় অন্তর্ভুক্ত হতে পারে।
গতকাল সুইজারল্যান্ডের ডাভোসে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, আপনারা দেখছেন যে বর্তমানে বিশ্বে কী ঘটছে। যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখতে হবে আমাদের। তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। – বিবিসি