শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় সৈয়দ তোকাচ্ছের আলী (তোতা মীর) স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার রাতে ভান্ডারিয়া পৌরসভার পুর্ব ভান্ডারিয়ার মীরা বাড়ী পৌর মার্কেট সংলগ্ন মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভান্ডারিয়া উপজেলা যুবলীগের সভাপতি তালুকদার এনামুল কবির টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ এহসাম হাওলাদার, মোঃ আমিরুল হক মুন্সী, ইউপি সদ্স্য, ৫নং ওয়ার্ড, সৈয়দ মোস্তাফিজুর রহমান সেলিম মীর, বিশিষ্ট সমাজ সেবক। সভাপতিত্ব করেন ভান্ডারিয়া পেশাজীবি পরিষদ,চট্রগ্রাম এর প্রতিষ্ঠাতা ও পরিচালক সৈয়দ মাইনুল ইসলাম মঈন।
আরও উপস্থিত ছিলেন মোঃ ফোরকান হাওলাদার, মোঃ মাহাবুবুল আলম ডাকুয়া, ভান্ডারিয়া উন্নয়ন পরিষদের সভাপতি মোঃ সামসুদ্দিন খান শিপলু, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাসির মল্লিক, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ রেদোয়ান সিকদার রিসান প্রমুখ।
ফাইনালে ইষ্ট ভান্ডারিয়া কিংস বনাম অনির্বাণ অংশগ্রহণ করে। এতে ইষ্ট ভান্ডারিয়া কিংস চ্যাম্পিয়ন ট্রপি জয়লাভ অর্জন করে। পরে অতিথিবৃন্দ বিজয়ী চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলের মধ্যে ট্রপি বিতরণ করেন। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ শিরোপা অর্জন করে মোঃ মেহেদী হাসান সবুজ।