সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
ইন্দুরকানী প্রতিনিধিঃ
ইন্দুরকানী প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে বিশেষ নির্দেশনা প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদুল ইসলাম। বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপস্থিত সবাইকে করোনা ভাইরাস সম্পর্কে সতর্ক থাকার আহবান জানান তিনি। বিশেষ করে মাস্ক ব্যবহারে সকলকে আগ্রহী হওয়ার জন্য অনুরোধ করা হয়। এছাড়া বেশি করে পানি পান ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্যও বলা হয় সভায়। সভায় উপস্থিত অভিভাবকদের তাদের বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের প্রতি বেশি সচেতন হওয়ার জন্য আহবান করা হয়। সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও দীপায়ন গ্রামীণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক খান এ সবুর, উন্নয়ন কর্মী আয়েশা সুলতানা মুন্নি প্রমুখ।