সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৩ পূর্বাহ্ন
জুলফিকার আমীন : পিরোজপুরের মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কে এম লতিফ ইনষ্টিটিউশনের ৪ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন মঠবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুল হক সেলিম মাতুব্বরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিস্বাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, প্রবীন শিক্ষক নূর হোসাইন মোল্লা, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, বিদ্যালয়ের সাবেক সদস্য সালাউদ্দিন ফারুক, প্রমুখ।