পিরোজপুর (মঠবাড়িয়া) প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় দুর্ধর্ষ ডাকাত মাসুম (৩৫) কে ধান ক্ষেতে জবাই করে হত্যার মূল ঘাতক দুর্ধর্ষ ডাকাত ইউনুচ খা (৪০) কে পার্শ্ববর্তী বামনা থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ।
মঠবাড়িযা থানার ওসি মাসুদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত ইউনুচকে সোমবার বিকেলে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করলে আদালতে সে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়।
দুর্ধর্ষ ডাকাত ইউনুচ উপজেলার দক্ষিণ ভেচকি গ্রামের মৃত. মোকছেদ আলী খা এর ছেলে। খুন হওয়া দুর্ধর্ষ ডাকাত মাসুম পটুয়াখালী জেলার মহিপুর থানার বিনয়পুর গ্রামের শাহজাহানের ছেলে। সে একাধিক ডাকাতি মামলার আসামী ছিল।
ওসি আরও বলেন, গ্রেপ্তারকৃত ইউনুচ মাসুমকে জবাই করে হত্যা, একাধিক ডাকাতিসহ নানা অপরাধের কথা স্বীকার করে। ওই দিন (১৪ জানুয়ারি রাতে) ডাকাতি মালামাল ভাগাভাগির বিরোধের জেরে মাসুমকে হত্যা করা হয়।
এসময় দুর্ধর্ষ ডাকাত ছগীর মোল্লা (৪০) কে গুলি করা হয়। দুর্ধর্ষ ডাকাত ছগীরকে গত ১৫ জানুয়ারী উপজেলা ভেচকি গ্রামে থেকে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ গ্রেপ্তার করে। বর্তমানে সে পুলিশ হেফাজতে বরিশাল শেবাচিম হাসপাতালে টিকিৎসাধীন রয়েছে।