এজাজ চৌধুরী নিজস্ব প্রতিনিধি
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় ২০১৯-২০ অর্থ বছরের বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা এবং অস্বচ্ছল প্রতিবন্ধি ভাতা কার্যক্রম উন্মুক্ত যাচাই-বাছাই শুরু হয়েছে।
১১টি ইউনিয়ন ও ১ টি পৌর সভার কার্যক্রমের মঙ্গলবার উপজেলা ১ নং তুষখালী ইউনিয়ন পরিষদের সামনে উন্মুক্ত যাচাই-বাছাই উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা সমাজসেবা ও রেজিষ্ট্রেশণ কর্মকর্তা মোস্তফা ইকতিয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান হাওলাদার, প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক মিজানুর রহমান মিজু প্রমূখ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ২০১৯-২০ অর্থ বছরের পুরাতণ ভাতা প্রাপ্তদের সাথে নতুন করে আরও বয়স্ক-৫৫ জন, বিধবা-৬৬ জন ও প্রতিবন্ধি-৭৩ জনসহ মোট ৫‘শ জনকে ভাতা দেয়া হবে। এ উন্মুক্ত যাচাই-বাছাই কার্যক্রম আগামী ৩১ মার্চ শেষ হবে।