শনিবার, ১৪ Jun ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
জামালপুরের কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনু ও তার সহযোগিরা লোহার রড দিয়ে পিটিয়ে দু’পা ভেঙ্গে দেয়া সাংবাদিক শেলু আকন্দের দ্বিতীয় পায়ের অপারেশন সম্পন্ন হয়েছে। সাংবাদিক শেলু আকন্দ সাংবাদিক মহলসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। শেলু বাঁচতে চান। আবারো কলম ধরতে চান সমাজের ওই নোংরা মানুষগুলোর বিরুদ্ধে। সংবাদ প্রকাশের জের ধরে গত ১৮ ডিসেম্বর রাতে শেলু আকন্দের ওপর হামলা চালানো হয়। মামলার আসামিরা হলেন জামালপুর পৌরসভার কাউন্সিলর পৌর আওয়ামী লীগের সদস্য হাসানুজ্জামান খান রুনু, তার ছেলে জেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক রাকিব খান, শহরের দেওয়ানপাড়ার তুষার খান, তুহিন খান, সজল খান ও সিদ্দিক মন্ডল। শেলু আকন্দের চিকিৎসার খোঁজখবর নিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সম্পাদক এস এম জীবন হাসপাতালে যান। এ সময় তাকে আইনি সহযোগিতার আশ্বাস দেয়া হয়। সরকারের কাছে বিএমএসএফ এই ন্যাক্কারজনক হামলার দৃষ্টান্তমূলক বিচার চায়।