স্বরূপকাঠী প্রতিনিধি:
স্বরূপকাঠীর বলদিয়া ইউনিয়নের বেশির ভাগ রাস্তা বেহাল দশায় পরিণত হয়েছে। খানাখন্দে ভরপুর রাস্তা, বড় বড় গর্ত সৃষ্টি হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারীরা। প্রায়শই ঘটছে প্রাণহানিসহ ছোট-বড় নানা দুর্ঘটনা। সঙ্গে রয়েছে ধুলো-বালির উপদ্রব। ব্যবসা-বাণিজ্যে দেখা দিয়েছে মন্দাভাব। দুর্ভোগ পোহাচ্ছে হচ্ছে এলাকার সাধারণ মানুষের। দীর্ঘদিন ধরে এলাকাবাসী রাস্তার সংস্কারের দাবি জানিয়ে এলেও দৃষ্টি নেই সংশ্লিষ্টদের।
সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ইউনিয়ন এর জিলবাড়ী থেকে বয়ারউলা পর্যন্ত ৪ কি.মি. সড়ক একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে এসব রাস্তাদিয়ে বলদিয়াসহ পার্শবর্তী উপজেলার নাজিরপুর গাওখালী, মুগারঝোর, পদ্মডুবিসহ কলারদোয়ানীয়ার হাজারো পথচারীরা এ রাস্তা দিয়ে চলাচল করছে।
এদিকে দীর্ঘদিন সংস্কারের অভাবে রাস্তার অধিকাংশ জায়গার ঢালাই, ইট ও খোয়া উঠে মাটি বের হয়ে রাস্তাই তৈরি হয়েছে বড় বড় গর্ত। এসব রাস্তায় চলাচল করতে গিয়ে বেশির ভাগ যানবাহন বিকল হয়ে পড়ছে। ধুলো-বালির আস্তরণে ঢাকা পড়ছে রাস্তার আশপাশের বাড়িগুলো। আধাঘণ্টার পথ পাড়ি দিতে হচ্ছে দুই ঘণ্টায়। সময় অপচয় হওয়ার পাশাপাশি বেশি ভাড়া গুণতে হচ্ছে যাত্রীদের। বিড়ম্বনার শিকার হতে হচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থী ও অসুস্থ রোগীদের।
এলাবাসীরা জানান, রাস্তা সংস্কারের কথা বলতে বলতে হয়রান হয়ে গেছি। দীর্ঘদিন ধরে শুনে আসছি রাস্তা হবে, বেশ কয়েকবার দেখেছি সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে রাস্তা তৈরির প্রাথমিক পদক্ষেপ নিলেও এখনও এর কোনো বাস্তবায়ন হয়নি। তারা আরো জানান অচিরেই কর্তৃপক্ষ রাস্তাটি সংস্কার করলে হয়তো এসব সমস্যা থেকে পরিত্রান পাবে ভুক্তভোগী জনসাধারন।