শনিবার, ২৫ Jun ২০২২, ১১:০৪ পূর্বাহ্ন
বরিশাল ব্যুরো
বরিশাল নগরীর রূপাতলীতে র্যাব-৮ এর সদর দপ্তর এলাকায় অভিযান চালিয়ে অচল আইপিএস’র ভিতর থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই ইয়াবা বিক্রেতাকে আটক করে র্যাব। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় আটককৃতরা হচ্ছে : পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মধ্য পৈকখালী গ্রামের হাকিম বেপারীর ছেলে রাসেল বেপারী ও একই উপজেলার লক্ষীপুরা গ্রামের মৃত মাহবুব হোসেনের ছেলে মো. বায়েজীদ।
গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টায় র্যাব-৮ এর সদর দপ্তর থেকে প্রেরিত ই-মেইলে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে এক মাদক ব্যবসায়ী চট্টগ্রাম হতে বরগুনার পাথরঘাটাগামী যাত্রীবাহী বাস দিদার পরিবহনে যাত্রী বেশে মাদকদ্রব্য বহন করছে। ওই সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর সদর দপ্তরের সামনে একটি বিশেষ আভিযানিক দল চেকপোষ্ট বসায়।
রাত সাড়ে ১২টায় দিদার পরিবহনের গাড়িটি চেকপোস্ট অতিক্রমকালে গতিরোধ করে তল্লাশী চালানো হয়। এ সময় রাসেলকে আটকে জিজ্ঞাসাবাদে সে স্বিকার করে তার নিকট থাকা অচল আইপিএস’র ভিতর ইয়াবা রক্ষিত রয়েছে। ওই আইপিএস’র ভিতর থেকে ৯শ ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তার স্বীকারোক্তি অনুযায়ী ওই চালানের মূল হোতা বায়েজিদ মল্লিককে ভান্ডারিয়া বাসস্ট্যান্ড থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে উভয়েই স্বিকার করে তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে চট্রগ্রাম হতে ইয়াবা সংগ্রহ করে বরিশাল ও ভান্ডারিয়াসহ আশেপাশের এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।
এ ব্যাপারে শুক্রবার সকালে আটককৃতদের কাতোয়ালী মডেল থানায় সোপর্দ করে র্যাব-৮ এর ডিএডি জিল্লুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।