মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৫:১৮ পূর্বাহ্ন
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর রাজশাহী ব্যুরোর স্টাফ রিপোর্টার তানজিমুল হককে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন পশ্চিম রেলের সাবেক প্রধান প্রকৌশলী রমজান আলী। বর্তমানে তিনি খুলনা-মোংলা রেল প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে কর্মরত বলে জানা গেছে।
শুক্রবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নেতৃবৃন্দ এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, রেল কর্মকর্তা রমজানের বিরুদ্ধে রাজশাহীর আদালতে নারী নির্যাতনের মামলা রয়েছে। প্রাথমিক বিচারিক তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিতও হয়েছে। এছাড়া দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির তদন্ত করছে।
সুত্র দৈনিক ইত্তেফাক