শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন
জুলফিকার আমিন সোহেল নিজস্ব প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ছোটশৌলা শাহাদাৎ হোসেন দাখিল মাদ্রাসায় বৃহসস্পতিবার দিনব্যাপী ২০২০ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রতিষ্ঠান জুড়ে আবেগঘণ পরিবেশের সৃষ্টি হয়।
পিরোজপুররের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা শাহাদাৎ হোসেন দাখিল মাদ্রাসায় বৃহস্পতিবার ৩০ জানুয়ারি দিন বেপি ২০২০ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । এ অনুষ্ঠানে মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মো. তৈয়বুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ আঃ ছোবাহান শরিফ। এতে অন্যান্যদেও মধ্যে আরও বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব মোঃ জাহাঙ্গীর কবির খান, মাদ্রাসার সুপার মাওঃ মোঃ মোস্তফা কামাল, ভগিরথপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সামসুল হক গাজী, বাশবুনিয়া রাশেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, মাদ্রাসার সহ সুপার মাওঃ আঃ গফফার, মিরুখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ ইলিয়াস মিয়া, সাধারন সম্পাদক আঃ ছালাম , সাফা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীন খান, ভগিরথপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন শিকদার, সাংবাদিক মিজান উদ্দিন আকন, ১নং ওয়ার্ড ইউপি সদস্য মুক্তিযোদ্ধা ফজলুল হক, ২নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ জাকির হোসেন, সহ বিভিন্ন অভিভাবক ও স্কুল কলেজের প্রভাষক শিক্ষক মন্ডলী এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।
অনুষ্ঠান শেষে মাদ্রাসার প্রতিষ্ঠাতা, শহীদ মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মুনাজাত করা হয়।