শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন
জেলা প্রতিনিধি হবিগঞ্জ।।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য ও হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক একে কাওসার হঠাৎ করে গুরুত্বর অসুস্থ হয়ে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে (হবিগঞ্জ জেলা সদর) মেডিসিন বিভাগের পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার তিনি ব্যথাজনিত এবং (ল-প্রেশার) সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়েন। এ তথ্য নিশ্চিত করেছেন তার ভাই নাসির উদ্দিন রাসেল। তিনি দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার বিশেষ প্রতিবেদক, চ্যানেল ২৬ এর ট্রেইনি রিপোর্টার ও কলকাতা টিভির জেলা প্রতিনিধি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তার পরিবার ও সহকর্মীরা একে কাওসার এর সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন। তার সুস্থতার জন্য সকলের দোয়াপ্রার্থী।