সোমবার, ০৮ অগাস্ট ২০২২, ০৫:১২ অপরাহ্ন
প্রাথমিক তথ্যানুসারে দুই সিটিতেই এগিয়ে রয়েছে আওয়ামী লীগ মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ও ব্যারিস্টার ফজলে নূর তাপস। পিছিয়ে আছেন বিএনপির দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।
অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রাপ্ত ১২৫ কেন্দ্রের ভোটে শেখ ফজলে নূর তাপস পেয়েছেন ৩৬৭০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ইশরাক পেয়েছেন ২৩৭১৫ ভোট। এই এলাকায় এখন পর্যন্ত মোট বৈধ ভোট গণনা করা হয়েছে ৬৩ হাজার ৬৭২।
ঢাকার দুই সিটিতে ২ হাজার ৪৬৮টি ভোটকেন্দ্র ও ১৪ হাজার ৪৩৪টি ভোটকক্ষ রয়েছে। এরমধ্যে ঢাকা উত্তর সিটিতে ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্র ও ৭ হাজার ৮৫৭টি ভোটকক্ষ এবং দক্ষিণ সিটিতে ১ হাজার ১৫০টি ভোটকেন্দ্র ও ৬ হাজার ৫৮৮টি ভোটকক্ষ রয়েছে।
সুত্র দৈনিক ইত্তেফাক