সোমবার, ২৭ Jun ২০২২, ১১:৪৭ পূর্বাহ্ন
রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী প্রতিনিধি ॥ পিরোজপুরের কাউখালীতে জাতীয় ছাত্র সমাজ জেপি’র ২৯তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষ্যে কেক কাটা, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জাতীয় পার্টি জেপি’র কার্যালয় সম্মুখ থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জাতীয় পার্টি জেপি’র কার্যালয়ে উপজেলা ছাত্র সমাজের সভাপতি তারিকুল ইসলাম কাইয়ূম শেখ এর সভাপতিত্বে বক্তব্য দেন, জাতীয় পার্টি জেপি’র সভাপতি মাস্টার মোঃ মাহাবুবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল মাহফুজ পায়েল, জাতীয় যুব সংহতি জেপি’র সভাপতি জিয়াউল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান মনু, ছাত্র ছাত্রসমাজ সাধারণ সম্পাদক শামীম হোসেন, সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম বাহাদুর প্রমুখ।