রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৮ পূর্বাহ্ন
ছারছীনা দরবার শরীফের পীর সাহেব আমীরে হিযবুল্লাহ আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ আগামী বুধবার ৩ দিনের সফরে মঠবাড়িয়া আসবেন। পীর সাহেব ৩ দিনে ৪ টি ইসালে সওয়াব মাহফিল ও হিযবুল্লাহ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ওয়াজ নছিহত করবেন।
বুধবার আসর নামায বাদ আমুরবুনিয়া খানকায়ে সালেহীয়া মোহেব্বিয়া দ্বীনিয়া কমপ্লেক্স ময়দান, বৃহষ্পতিবার সকাল ১০ টায় বড়মাছুয়া বাজার জামে মসজিদ, বৃহষ্পতিবার আসর নামায বাদ মানিকখালী মরহুম ফরাজী সাহেব হুজুরের বাড়ি সালেহীয়া দ্বীনিয়া ও হাফিজিয়া মাদ্রাসা ময়দান এবং শুক্রবার আসর নামায বাদ উত্তর মঠবাড়িয়া মনু জমাদ্দার বাড়ির সম্মুখে খানকায়ে সালেহীয়া মোহেব্বিয়া দ্বীনিয়া মাদ্রাসা কমপ্লেক্স ময়দানে এ মাহফিল অনুষ্ঠিত হবে। ওয়জ করবেন পীর সাহেব হুজুরের সফর সঙ্গী বিশিষ্ট ওলামায়ে কেরাম।
মঠবাড়িয়া উপজেলা জমইয়াতে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ ও ছাত্র হিযবুল্লাহর পক্ষ থেকে কর্মীগণকে নিজ নিজ এলাকায় দাওয়াত দেয়ার অনুরোধ করা হয়েছে।