শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধিঃ
বরিশাল-পিরোজপুর-খুলনা মহাসড়কের পিরোজপুরের কঁচা নদীর উপরে বেকুটিয়ায় ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নির্মাণ কাজে পিরোজপুরে অবস্থানরত ৫৭ জন চীনা নাগরিককে করোনা ভাইরাসের প্রকোপ থেকে মুক্ত রাখতে এবং করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা তৈরির জন্য ডাক্তারী পরীক্ষা করা হয়েছে। পিরোজপুর জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এ ডাক্তারী পরীক্ষা করা হয়। উল্লেখ্য, চায়না রেলওয়ে ১৭ ব্রিজ গ্রুপ কোম্পানী লিমিটেড নামে চাইনিজ একটি প্রতিষ্ঠান ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নির্মাণ কাজ করছে। আর পিরোজপুরের কুমরিমারা এলাকায় থেকে এ প্রতিষ্ঠানের বিভিন্ন পদে কাজ করেছে ৫৭ জন চীনা নাগরিক।
সোমবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে দুই জন ডাক্তারের একটি মেডিকেল টিম পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা এলাকায় সেতু নির্মাণ কাজে নিয়োজিত চীনের নাগরিকের স্বাস্থ্য পরীক্ষা করে।
এ বিষয়ে মেডিকেল ক্যাম্পের চিকিৎসক ডা. সানজিদা আজাদ সিফা জানান, কুমরিমারায় চায়না ব্যারাকে যারা অবস্থিত আছে তাদের কেউই এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এমন কোন তথ্য নেই বা লক্ষন নেই। এছাড়া তাদের মধ্যে কেউ কোন অসুস্থ নন। এমনকি এই করোনা ভাইরাস প্রভাব বিস্তারের সময় কেউ এই স্থান থেকে চীনে যায়নি এবং কেউ চীন থেকে আসেনি।
মেডিকেল ক্যাম্পের চিকিৎসক ডা. তারিক আজিজুল্লাহ জানান, সিভিল সার্জনের নির্দেশে পিরোজপুরে অবস্থানরত চীনা নাগরিকদের সাথে কথা বলে জানা গেছে, তাদের তেমন কোন সমস্যা নেই। তবে তাদের নিয়মিত চলাফেরার জন্য মাক্স ব্যবহারসহ করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষার জন্য বিভিন্ন পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত এমন কোন লক্ষন দেখা দিলে পিরোজপুর জেলা হাসপাতালে তাদের জন্য আলাদা বিভাগ খোলা হয়েছে বলেও তাদের জানানো হয়েছে।
বেকুটিয়া সেতু নির্মানের প্রোজেক্ট কো-অর্ডিনেটর ওয়াং চেঙ্ক উইং জানান, এখানে যারা কাজ করছে তারা ডিসেম্বর মাস থেকে কাজ করছে। এখান থেকে কেউ চীনে যায়নি এবং কেউ নতুন করে আসেনি। তাদের এখানে কেউ অসুস্থ হয়নি এখনো। করোনা ভাইরাস রোধে তারা সকলে নিয়ম মেনে চলাফেরা করছেন।