সোমবার, ২৭ Jun ২০২২, ০৫:০৪ অপরাহ্ন
পিরোজপুরের মঠবাড়িয়ায় ফেসবুকে ইসলাম বিরোধী অশ্লীল মন্তব্য করায় অরুণ ঘরামী (২৩) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আটককৃত অরুণ উপজেলার ছোট শিংগা গ্রামের বিপুল ঘরামীর পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় অরুণ তার নিজের ফেসবুক আইডি দিয়ে ইসলাম বিরোধী অশ্লীল স্ট্যাটাস দেয়। ওই স্ট্যাটাস মুসলিম যুকদের মাঝে ছড়িয়ে পড়লে উপজেলা পরিষদ গেট সংলগ্ন রাস্তায় বসে যুবকরা গণধোলাই দেয়। পরে থানা পুলিশ খবর পেয়ে জনতার হাত থেকে উদ্ধার করে অরুণকে থানায় নিয়ে যায়। এঘটনায় মঠবাড়িয়া ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।
এব্যাপারে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ এর মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি মাওঃ ছগির হোসেন জানান, ঘটনাটি দুঃখ জনক। আমরা এর বিচার দাবী করছি।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মোঃ মাসুদ্দুজামান জানান, বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।