রবিবার, ১৫ Jun ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাক-কাভার্ড ভ্যান সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার ( ভোরে দক্ষিণ বাঁশবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় ট্রাক ও কাভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত হয়েছেন। একটি আরেকটিকে অতিক্রম করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেয়। তিনজনের মৃতদেহ কুমিরা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘দুর্ঘটনায় আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হচ্ছে বলে শুনেছি।’