বুধবার, ২৯ Jun ২০২২, ০১:১৯ অপরাহ্ন
জুলফিকার আমিন সোহেল বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “ছোট্ট মনুদের জন্য ভালবাসা” এর উদ্যোগে বাক-প্রতিবন্ধী শিক্ষার্থী সাগর মিত্রকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে। শুক্রবার সকালে প্রেসক্লাব সভাকক্ষে সংগঠনের পক্ষ থেকে এ নগদ অর্থ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সাগর উপজেলার ছোট শিংগা গ্রামের দিনমজুর উত্তম মিত্রের ছেলে।
এ সময় মঠবাড়িয়া প্রেসক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মঠবাড়িয়া পৌর সচিব মো. হারুন অর রশিদ, সাংবাদিক আবদুস সালাম আজাদী, জিল্লুর রহমান, মেহেদী হাসান, ইসমাইল হোসেন হাওলাদার, সংগঠনের কার্যনির্বাহী সংসদের সভাপতি মোঃ আউয়ুব, সাধারণ সম্পাদক মোস্তফা সিকদার, উপজেলা শাখার সভাপতি শিবাজী মজুমদার শিবু, সহ সভাপতি রাজীব কুমার সাহা, সাইফুল ইসলাম, সাধাবণ সসম্পাদক সোহাগ মাতুব্বর প্রমূখ।