সোমবার, ২৭ Jun ২০২২, ০৫:৫৩ অপরাহ্ন
পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ ২বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী রনি ওরফে রবিউল হাসান (২৩) কে শুক্রবার রাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রনি উপজেলার কবুতরখালী গ্রামের মো. নওশের আলীর ছেলে।
মঠবাড়িয়া থানার এ এসআই মাহাবুবুর রহমান জানায়, পাথরঘাটা থানায় দ্রুত বিচার আইনে ২০১৭ সালের জি আর ৪১/১৭ মামলায় বরগুনা দ্রুত বিচার আদালত ২৮/০৭/১৯ তারিখ আসামী রনিকে ২বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদন্ডাদেশ দেন। পলাতক সাজাপ্রপ্ত আসামী রনিকে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার গুলিশাখালী বাজার থেকে গ্রেফতার করা হয়।
মঠবাড়িয়া থানার ওসি মো.মাসুদুজ্জামান জানান, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামী রনি দীর্ঘদিন পালিয়ে ছিল গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। তাকে শনিবার আদালতে সোপর্দ করা হবে।