শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন
রংপুরেরর সাংবাদিক হাজি মারুফের মৃত্যুতে বিএমএসএফ’র শোক ঢাকা ৮ ফেব্রুয়ারি ২০২০: রংপুরের সাংবাদিক সাংবাদিক হাজি মারুফ আর নেই। তিনি আজ ৭ ফেব্রুয়ারি রাত ২টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএমএসএফ। সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সস্পাদক আহমেদ আবু জাফর তার রুহের মাগফেরাত কামনা করেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন, আমিন। উল্লেখ্য, ২০১৬ সালে তিনি সংবাদ প্রকাশের জের ধরে সন্ত্রাসি হামলায় আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। স্ত্রী, সন্তান রেখে তিনি সকলের মায়া ছেড়ে ৪৫ বছর বয়সে তিনি গতরাতে পরপারে চলে গেছেন।