রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৩ পূর্বাহ্ন
পাশে বাড়ির কান্না
-সাবিহা ঊর্মি
আজকে মা’গো পাশের বাড়ী
হয়নি কিছু রান্না
খেলতে গিয়ে শুনতে পেলাম
তাদের করুন কান্না।
সারাটা দিন না খেয়ে সব
ক্ষুধার জ্বালায় মরে
খাবার মতো এমন কিছু
নেই যে তাদের ঘরে।
আমরা তো মা খেয়ে দেয়ে
বেশ তো আছি সুখে
দাওনা গো মা খাবার টা আজ
অনাহারীর মুখে।